Updated information about Online earning, Newspapers, Jobs information, Online radio, Online movie, Live TV, Live cricket news, Latest softwares and Other essential site link are available here.
Sunday, February 26, 2012
কম্পিউটার চালাতে কতটুকু বিদ্যুৎ লাগে
বর্তমান জীবনযাত্রায় কম্পিউটার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাড়িয়েছে। অনেকে আছেন দিনের বেশি ভাগ সময় তার কম্পিউটারে সময় কাটান। ইচ্ছা করলে কম্পিউটার কি পরিমান বিদু্ৎ ব্যবহার করছে তা জানা সম্ভব। এ জন্য প্রথমে কম্পিউটাররের মনিটর, সিপিইউ, গ্রাফিক্স কার্ড ও অনান্য অংশ মোট কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছে, এটি হিসাব করতে হবে। এবং এরপর প্রতি ইউনিট বা প্রতি কিলোওয়াট বিদ্যুৎতের মুল্য দিয়ে গুন করলেই এর ফলাফল পাওয়া যাবে। হিসাবটি খুব সহজ তবে কম্পিউটার চালু থাকার সময় কোন অংশে কি পরিমান ব্যবহার হচ্ছে এবং সেখানে পাওয়া কমজামশন কত সেটি খুজে বের করার কাজটি কিছুটা কঠিন বলে মনে হতে পারে। এই কাজটি কোন রকম ঝামেলা ছাড়ায় সহজে করা যাবে জুল মিটার নামে সফটওয়্যারটি ব্যবহার করে। মাইক্রোসফট করপোরেশন রিচার্চ ল্যাবে তৈরি করা এ সফটওয়্যারটি মনিটরের উজ্জ্বলতা, ব্যবহৃত মাইক্রোপ্রসেসর এবং অনান্য যত্রাংশের ওপর ভিত্তি করে কম্পিউটারে ব্যবহৃত মোট বিদ্যুতের পরিমান জানিয়ে দেয়। সফটওয়্যারটি http://bit.ly/joulemerter ঠিকানা থেকে বিনা মুল্যে নামিয়ে ব্যবহার করা যাবে। তবে এ সফটওয়্যারটি ইনস্টল করার আগে ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করা থাকতে হবে। এটি মাইক্রেসফটের ওয়েবসাইট থেকে বিনা মুল্যে ডাউনলোট করা যায়। প্রতি ইউনিট বিদ্যুৎ বিল জানতে ডেসকোর http://bit,ly/DESCOTTariffrate ওয়েবসাইট এ লেখা আছে। এ ছাড়া প্রতি মাসের বিদুৎ বিলে মুল্য থাকে। জুল মিটারের ফলাফল থেকে মোট ব্যবহৃত বিদ্যুৎতের সাথে প্রতি ইউনিট গুন করলেই মোট বিলের পরিমান জানা যাবে।
সুত্র : সমাচার
সুত্র : সমাচার
১০ সেকেন্ড এ আপনার কম্পিউটার অন করুন।
মাত্র ১০ সেকেন্ড এ কম্পিউটার অন করার জন্য আপনাকে cmd গিয়ে টাইপ করুন regedit তারপর HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Contr ol\ContentIndex এ যান। ContentIndex এ ডাবল ক্লিক করুন Edit DWORD Value box অপেন হবে, এটি startupdelay hexadecimal(75300) বেস এ রয়েছে। Decimal(4800000) এ ক্লিক করুন। এবার এটার ভ্যালু 4800000 থেকে 40000 সেট করুন। এবার registry Editor বন্ধ করুন। কম্পিউটার রিস্টারট করুন।
সুত্র: সমাচার
সুত্র: সমাচার
Subscribe to:
Posts (Atom)